বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনে স্বাগতম
কার্যক্রম
বাংলাদেশের স্বাস্থ্য খাত পুন:গঠনের ক্ষেত্রে ১৯৮২ সালে প্রণীত ঔষধ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মূল উদ্দেশ্য ছিলো ক্ষতিকর, মূল্যহীন ও অপ্রয়োজনীয় ঔষধ বাজার থেকে অপসারণ করা এবং স্বাস্থ্য সেবার সকল স্তরে প্রয়োজনীয় ঔষধ ন্যায্য মূল্যে সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা। ১৯৮২ সালের জাতীয় ঔষধ নীতি সাফল্যজনকভাবে রূপায়নের ফলে বাংলাদেশে ফার্মাসিউটিকাল খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন তার আজীবন সদস্য/সদস্যদের স্বাস্থ্য শিক্ষার উপর
প্রশিক্ষণ
বতর্মানে বিটিএফ নিয়ন্ত্রনাধীন চালুকৃত প্রশিক্ষণ প্রকল্পগুলি নিন্মরুপ-
1. DMF, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাসিলিটি।
2. DMF, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি।
3. DNTP, ডিপ্লোমা ইন নার্সিং ট্রেনিং প্রোগ্রাম।
4. DMLT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরী টেকনোলোজিষ্ট।
5. DDT, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলোজিষ্ট।
6. DUMSA, ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সার্জারী এ্যাসিসট্যান্ট।
7. DMA, ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসট্যান্ট।
8. PARAMEDIC, প্যারামেডিক।
9. DHPM, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক প্যারামেডিকেল।
10. DNA, ডিপ্লোমা ইন নার্সিং এ্যাসিসট্যান্ট।
11. DMCH, ডিপ্লোমা ইন মাদার ইন এন্ড চাইল্ড হেলথ কেয়ার।
12. DPT, ডিপ্লোমা