বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান
বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহাকুমার ডাউকি-চন্ডিপুর গ্রামের এক সভ্রন্ত পরিবারে ১৯৬৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার জন্মের পরের বছর তার পরিবারসহ বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার দত্তবাগ গ্রামে গমন করেন। তার পিতা মরহুম আব্দুল খালেক ও মাতা মরহুম সাহাতন নেছা। চেয়ারম্যান মহোদয়ের পিতা মরহুম আব্দুল খালেক ছিলেন একজন সমাজসেবক, শিক্ষা প্রসারের একজন অগ্রগামী সৈনিক। তিনি যশোর জেলার শার্শা থানার করিমআলী গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসাটি তার নামে অর্থাৎ আবুল খালেক মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত। সেখানে সহস্রাধিক শিক্ষার্থী পড়াশুনা করছেন। তার মাতা মরহুম সাহাতন নেছাও সমাজ সংস্করণে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা করেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন।
বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী, মানবকল্যানধর্মী প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য রক্ষা, অকাল মৃত্যু প্রতিরোধ, গর্ভবর্তী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আজীবন সদস্য/সদস্যদের বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশের দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তন করে অকাল মৃত্যু রোধ, জনবিস্ফোরণ রোধে সংস্থাটি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এ দেশের মোট জনসংখ্যার তুলনায় চিকিৎসক অনেক কম। অবার অনেক চিকিৎসক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে চায় না। ফলে দেশের হতদরিদ্রের একটি বড় অংশ সুচিকিৎসার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছে প্রতিদিন। এই বাস্তবতায় তিনি প্রতিষ্ঠা করেন সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ টেকনোলাজী ফাউন্ডেশন